রাজারহাটে কোভিড-১৯ প্রতিরোধে হাইজিন কিট বিতরণ

রাজারহাটে কোভিড-১৯ প্রতিরোধে হাইজিন কিট বিতরণ

রফিকুল ইসলাম:
রাজারহাটে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) ওয়াটার এইড্ বাংলাদেশের সহযোগিতায় উপজেলার ৭টি ইউনিয়নের ৩৫০টি দরিদ্র পরিবারের মাঝে কোভিড-১৯ প্রতিরোধে বিনামূল্যে হাইজিন কিট বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সদর ইউপি পরিষদ চত্বরে বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন-সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, ভার্ক রাজারহাট শাখার প্রকল্প ব্যবস্থাপক আহমেদ ওমর ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. বিপ্লব আলী, মোকছেদ আলী প্রমূখ। ভার্ক রাজারহাট শাখার প্রকল্প ব্যবস্থাপক আহমেদ ওমর ফারুক জানান, ৭টি ইউনিয়নে ৩৫০টি দরিদ্র পরিবারকে অন্তর্ভূক্তি করা হয়েছে এবং প্রতিটি পরিবারকে স্বাস্থ্য সুরক্ষার জন্য টেপযুক্ত ২০ লিটার ঢাকনা বালতি, হুইল পাউডার ১ কেজি, ডেটল সাবান ৩টি, হারপিক ও ব্রাশ একটি করে বিতরণ করা হয়।