কুড়িগ্রামে ৪ দিনের মাথায় ফের বন্যা, অনেকের বাড়িতে পানি

কুড়িগ্রামে ৪ দিনের মাথায়  ফের বন্যা, অনেকের বাড়িতে পানি

।। নিউজ ডেস্ক ।।
১০ দিন স্থায়ী বন্যার পানি সরে যাওয়ার মাত্র ৪ দিনের মাথায় কুড়িগ্রামে দ্বিতীয় দফায় বন্যা হয়েছে। চিলমারী উপজেলার রমনা, বজরা, গুনাইগাছ,উলিপুর উপজেলার থেতরাই, দলদলিয়া, রাজারহাট উপজেলার নাজিমখান, বিদ্যানন্দ, ঘড়িয়ালডাঙ্গা, ছিনাই এবং ধরলা অববাহিকার ফুলবাড়ী, সদর ও উলিপুর উপজেলার শিমুলবাড়ী, বড়ভিটা, হলোখানা, কাঁঠালবাড়ী, ভোগডাঙ্গা, পাঁচগাছি, মোগলবাসা ও বেগমগঞ্জ ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে পানি ঢুকতে শুরু করেছে শনিবার।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, বৃষ্টি আর উজানের ঢলের কারণে নদ-নদীগুলোর পানি বাড়ায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টায় ধরলা নদীর ফেরীঘাট পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে এবং তিস্তার কাউনিয়া পয়েন্টে বিপদসীমা ছুঁয়ে পানি প্রবাহিত হচ্ছে।

শনিবার সকাল ৯টায় ব্রহ্মপুত্র অববাহিকার চিলমারী পয়েন্টে জেলার মধ্যে সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সূত্র: সমকাল