বন্যার পানি কমছে, কুড়িগ্রামে বাড়ছে বানভাসীদের দুর্ভোগ

বন্যার পানি কমছে, কুড়িগ্রামে বাড়ছে বানভাসীদের দুর্ভোগ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ধরলা নদীর পানি কমে যাচ্ছে। সেই সাথে কিছুটা কমেছে ব্রহ্মপূত্র নদের পানি। পানি কমলেও দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া বানভাসীরা পরেছে চরম দুর্ভোগে।

আশ্রয়কেন্দ্রগুলোতে পানি ও ল্যাট্রিনের সমস্যা তীব্রতর হয়ে উঠেছে। এছাড়াও ঘরে ঘরে দেখা দিয়েছে খাবারের সমস্যা। চাল থাকলেও ডাল নেই। চুলা থাকলেও জ্বালানী নেই। ফলে পরিবার-পরিজন নিয়ে কোন রকমে কাটছে তাদের দিন। সন্তানদের মুখে একটু ভাল খাবারও তুলে দিতে পারছেন না তারা।

সরকারি বা বেসরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ সবার। ত্রাণ সংকটের কারণে অনেক পরিবার দুর্বিষহ জীবন যাপন করছে।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, বন্যা প্লাবিত এলাকায় শুকনো খাবার, শিশু ও গো-খাদ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়াও উপজেলাগুলোতে বরাদ্ধ দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানগণের কাছ থেকে তালিকা নিয়ে দুর্গতদের মাঝে বিতরণ করা হবে।