বন্যা দূর্গত পরিবারে জেলা ও উপজেলা প্রশাসনের ত্রাণসামগ্রী বিতরণ

বন্যা দূর্গত পরিবারে জেলা ও উপজেলা প্রশাসনের ত্রাণসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক:

৫’শ ৫০ বন্যা ‍দূর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। আজ শনিবার দুপুরে উলিপুর উপজেলার ব্রহ্মপূত্র নদ বিচ্ছিন্ন উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে দূর্গম সুখের বাতিরচর, মেকুরের আলগা ও গেন্দার আলগা গ্রামের বন্যা দূর্গত মানুষের মাঝে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, সুজি, লুডুস, গুড়া দুধ, গুড়, লবন, বিস্কুট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এর ৫শত ৫০প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সুজাউদ্দৌলা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়হান আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, ইউপি চেয়ারম্যান সিদ্দিক মন্ডল প্রমূখ।