ভাঙছে তিস্তা, ভাঙছে স্বপ্ন -রাজারহাট বিডি

ভাঙছে তিস্তা, ভাঙছে স্বপ্ন -রাজারহাট বিডি

নুসরাত জাহান:

ভাঙছে তিস্তা ভাঙছে স্বপ্ন, ভাঙন কবলিত মানুষের জীবন সংগ্রাম হয়ে উঠছে আরও তীব্র। প্রতিবছর ভিটেমাটি হারিয়ে নিঃশ্ব হয়ে যাচ্ছে তিস্তাপারের শতশত পরিবার।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট ক্রোসবাঁধের সংযোগ সড়কটি ইতোমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। অপরদিকে ভাঙনের মুখে একই উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুরহেলান বাঁধটিও। পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি বস্তা ফেলে আপাতত ভাঙন ঠেকানোর প্রচেষ্টা চালাচ্ছে।

এই বাধঁ দুটি ধ্বংস হয়ে গেলে হুমকির মুখে পড়বে দুই ইউনিয়নের শত শত পরিবার।”মা রে, এই নদী হামার সোউগ শ্যাষ করি দেইল” সর্বগ্রাসী তিস্তার দিকে তাকিয়ে এ ভাবেই উদাসী ভঙ্গিতে বলছিলেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাটের বাসিন্দা শরীফা বেগম।

৬ দিন আগে নিজের বাড়ী ভেঙে রাস্তায় আশ্রয় নিয়েছেন, জিনিসপত্র রেখেছেন অন্যের বাসায়। শীর্ণ দেহে মেয়ে সহ ভাঙা বাড়ীর ইট গুলো সরিয়ে নিচ্ছিলেন তিনি। শরীফা বেগমের বিধ্বস্ত চেহারাই বলে দিচ্ছিল নদীর কাছে কতটা অসহায়।

একই উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলানের রোকেয়া বেগম, ঘুরে ঘুরে বর্ণনা করছিলেন কিভাবে কয়েকদিনের মধ্যেই কয়েকটি পরিবারকে ভিটেমাটি ছাড়া করে দিয়েছে এই নদী। ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে আপাতত গাবুর হেলান মাদ্রাসার একটি কক্ষে পরিবার সহ আশ্রয় নিয়েছেন মান্নান মিয়া।

“সোউগ ঠিক দেখি নিন্দ আসছিনং, রাইত ১২টার সময় উঠি দেখি আইগন্যার মাঝত ফাটল ধরছে। তারাহুরা করি কোনরকমে জিনিসপত্র নিয়্যা সরি আসছি।হামার যাওয়ার যায়গা নাই, মাদ্রাসা বন্ধ জন্যে মাদ্রাসার একটা ঘরত জিনিসপত্র থুইছি।” বলছিলেন মান্নান মিয়ার স্ত্রী।

যেকোন মুহূর্তে ভেঙে যেতে পারে বিধায় ঘরবাড়ি সরিয়ে নিচ্ছিলেন পার্শবর্তী আবুল হোসেনের পরিবাব। বলছিলেন “হামরা এ্যালা কোটে যামো বাহে!

মঙ্গলবার সরেজমিনে তীস্তার তীরবর্তী মানুষের এমন দুর্দশার চিত্র দেখা যায়।মঙ্গলবার কুড়িগ্রাম-২ আসনের সাংসদ পনির উদ্দিন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে বলেন ” আমরা এমনিতেই করোনা মহামারীর কারনে সংকটাপন্ন সময় অতিবাহিত করছি, তার উপর বন্যা এবং নদী ভাঙন এই সংকটকে আরও তীব্র করে তুলেছে।

সাময়িক ভাবে জিও বস্তা ফেলে পরিস্থিতি মোকাবেলার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।” পরবর্তীতে নদী শাসনে আরও দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহনের আশ্বাস দেন তিনি।