বিদ্যানন্দে টিসিবি’র পণ্য বিক্রয়

বিদ্যানন্দে টিসিবি’র পণ্য বিক্রয়

নিজস্ব প্রতিবেদক:
রাজারহাট উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে শুক্রবার (২৪ জুলাই ) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারের মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিক্রয় করে। উপজেলার বন্যাকবলিত এলাকা বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম।
এ সময় তিনি বিদ্যানন্দ ইউনিয়নের বন্যাকবলিত এলাকার দুর্দশাগ্রস্ত মানুষের খোঁজ নেন এবং জানান বন্যাকবলিত মানুষের জন্য এ কার্যক্রম চলমান থাকবে।

শুক্রবারের কার্যক্রমে তিনশত জন মানুষ এই সুবিধা পাবেন বলে জানা যায়। প্রতি কেজি চিনি-৫০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল-৮০ টাকা এবং প্রতি কেজি মশুর ডাল-৫০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। ন্যায্যমূল্যে পণ্য কিনতে পেরে অনেকে টিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন।