রাজারহাট হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

রাজারহাট হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

বিডি ডেস্ক:

করোনায় আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সচিব, রাজারহাটের সন্তান এবিএম সারোয়ার সরকার জীবন এর পক্ষ থেকে ৯ আগস্ট/২০ (সকালে) একটি অক্সিজেন কনসেনট্রেটর রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে কনসেনট্রেটর প্রদানের সময় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম, নাজিম খাঁন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী সরকার সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশেকুর রহমান চয়ন , তৌহিদ রহমান ব্যাপারী , আরএমও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ মাসরুরুল হক।

করোনায় গুরুতর আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় অক্সিজেন খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তখন নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবারহের কোনো বিকল্প থাকে না। কনসেনট্রেটরটি রাজারহাটের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় উপকারে আসবে বলে উপস্থিত সকলেই অভিমত ব্যক্ত করেন।