সহকারীকে হত্যার অভিযোগে কাঠমিস্ত্রির ফাঁসির আদেশ

সহকারীকে হত্যার অভিযোগে কাঠমিস্ত্রির ফাঁসির আদেশ

|| নিউজ ডেস্ক ||
কুড়িগ্রামে নিজ সহকারীকে বাটাল (কাঠ খোদাইয়ের যন্ত্র) দিয়ে হত্যার অভিযোগে করিম মিয়া (৩৫) নামে এক কাঠমিস্ত্রিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে কুড়িগ্রাম জেলা জজ আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা দক্ষিণ মরাকাটা নামক স্থানে পাওনা মজুরী চাওয়াকে কেন্দ্র করে আসামি করিম মিয়া তার সহযোগী দিনমজুর আদম আলী (১৯) কে বাটাল দিয়ে পেটে ও মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এতে মুমূর্ষু অবস্থায় আদম আলীকে স্থানীয়রা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত আদম আলীর বাবা আবেদ আলী বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় করিম মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি আব্রাহাম লিংকন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন রুহুল আমীন।