রাজারহাটে ছাত্রলীগের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

রনজিৎ কুমার রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ তাং-০৬-০৮-২০১৭ ইং।
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল রোববার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দন্ড কার্যকর করার দাবীতে সকাল ১১টায় সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন পূর্ব সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আব্দুস ছালাম, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ (এন্তাজুল), সুমন কুমার রায়, ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান, সোহেল পারভেজ প্রমূখ।