রাজারহাটে ক্ষুদে উদ্ভাবক

রাজারহাটে ক্ষুদে উদ্ভাবক

রাশেদুল ও বুলু, রাজারহাটঃ ৮ ই আগষ্ট ২০১৭ খ্রিঃ
কুড়িগ্রামের রাজারহাটে দশম শ্রেণির ছাত্র পানির সেচ পাম্প আবিস্কার করেছে। তার নাম মোঃ শামিম ইসলাম। সে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
সরেজমিনে গেলে জানা যায়, চাকির পশার খুলিয়াতারী গ্রামের মোঃ এরশাদুল ইসলামের ২য় পুত্র সে। ছোট বেলা থেকেই সে আবিস্কারের নেশায় মেতে ছিল। শামিম জানায় এটি তৈরি করতে তার লাগে ১টি আইসকুল পাউডারের মুখ, ১টি মটর, ১টি স্প্রিট ক্যানের বোতল, ১টি ইনজেকশনের সিরিঞ্জ ও ২টি বোতলের মুখ। এতে তার মোট ব্যয় ৫০০ টাকা।
সে আরও জানায় এই টাকা সে ব্যবস্থা করেছে টিফিনের টাকা বাচিয়ে। শামিমের বাবা (এরশাদুল হক) জানায় তার ছেলের এই আবিস্কারে তিনি গর্বিত। ছেলেকে সকল প্রকার সহযোগীতা করবেন তিনি। এই খবর শুনে সেচ পাম্পটি দেখতে এলাকাবাসী ভীড় জমাচ্ছে।

7 thoughts on “রাজারহাটে ক্ষুদে উদ্ভাবক

  1. এই সেচ পাম্প আমি অনেক দিন আগেও দেখেছি ইউটিউবে।
    নিম্নে একটা লিংক দেয়া হলো।
    যাহা ইউটিউবে সেচ পাম্প লিখে সার্চ দিলে পাওয়া যায়।
    https://youtu.be/QVOf2hUS4sw

  2. সংবাদটা পূর্ণ হয় নি। শুভ কামনা রাশেদ।

    1. রাশেদ না শামীমের জন্য শুভ কামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *