তিস্তা ব্যারাজ এলাকায় রেড এলার্ট জারি

মাহমুদুল হাসান,আগষ্ট ১৪. ২০১৭।
ভারত থেকে প্রচণ্ড গতিতে পানি আসায় তিস্তা ব্যারাজ হুমকির মুখে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ লালমনিরহাটে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় রেড এলার্ট জারি করেছে । ব্যারাজ রক্ষার্থে যে কোনো মুহূর্তে ফ্লাট বাইপাশ কেটে দেয়া হতে পারে। ফলে ফ্লাট বাইপাশ এলাকার লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।ফলে আতঙ্ক বিরাজ করছে তিস্তা পাড়ে লোকজনের মাঝে । তিস্তা ব্যারাজের সব গেট খুলে দিয়েও পানির গতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফ্লাট বাইপাশ কেটে দেয়া হলে তিস্তার পানি লালমনিরহাটের বেশকিছু জায়গায় প্রবেশ করবে। এতে আরো ভয়াবহ হয়ে পড়বে বন্যা পরিস্থিতি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *