আসুন আমরা বন্যা প্লাবিত এলাকার মানুষের পাশে দাঁড়াই

আসুন আমরা বন্যা প্লাবিত এলাকার মানুষের পাশে দাঁড়াই

মোঃ জিয়াউর রহমান, রাজারহাট, -১৪ আগষ্ট ১৭
কুড়িগ্রামের রাজারহাটে ধরলা ও তিস্তা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম-রংপুর আর কে রোডে হাঁটু পানি উঠায় চরম জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে।অপরদিকে তিস্তা নদীর পানিও বৃদ্ধি পাওয়ায় বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চরাঞ্চলগুলো ডুবে যাওয়ায় চরের প্রায় ২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।অনেক পানি বন্দী পরিবার গবাদী পশুসহ বাঁধের অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বাঁধে এবং অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছে।
এ ছাড়া ঘরে পানি উঠায় অনেকে মাচাং করে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। সাধারণ মানুষ পানির তীব্রতা দেখে আতংকিত হয়ে পড়েছে। তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর রোপা-আমন ক্ষেত, সবজি ক্ষেত, শত শত মৎস্য খামার এতে প্রায় ২০ কোটি টাকার মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া চরের শত শত মানুষজন গবাদী পশু পানিবন্দি হয়ে পড়েছে।হাজার হাজার মানুষ পানিবন্ধি।
আসুন আমরা বানভাসি মানুষের পাশে দাঁড়াই, কিছু করি, এই অসহায় মানুষ গুলোর পাশে দাড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *