পানি আর পানি চারদিকে অথৈ পানি

পানি আর পানি চারদিকে অথৈ পানি

মোঃ মোশারফ হোসেন, বিদ্যানন্দ থেকে,আগষ্ট ১৪,২০১৭
তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তা তলিয়ে গেছে। সেইসাথে তলিয়ে গেছে কয়েক লক্ষ হেক্টর জমির ধানক্ষেত। ইউনিয়নের প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি। অনেকেই গবাদিপশু সাথে নিয়ে অবস্থান করছে উঁচু বাঁধের রাস্তাধারে।
কবলিত এলাকায় সংকট দেখা দিয়েছে শুকনো খাবার, এবং নলকূপ তলিয়ে যাবার কারনে বিশুদ্ধ পানির হ্রাস পাচ্ছে। ইউনিয়নের সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা হলো রতি, তৈয়বখাঁ, চর গাবুরহেলান, চর বিদ্যানন্দ ও পাড়ামৌলা সহ কয়েক হাজার পরিবার। এলাকাগুলোতে চাহিদার তুলনায় প্রয়োজনীয় রসদের সংকট প্রকট আকার ধারন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *