বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির  ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খন্দকার একরামুল হক সম্রাট,কুড়িগ্রাম থেকে|আগষ্ট ১৮,১২.৪৬
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিস) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কুড়িগ্রামে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৭ আগষ্ট) দুপুরে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। টাইম স্কেল জটিলতা নিরসন,প্রথম শ্রেণির গেজেটেড মর্যাদা দাবি,পদোন্নতি ব্যবস্থা ও স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠাসহ কয়েক দফা দাবিতে জেলার ৪ উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সদরের কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়,কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যলয়,রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নাগেশ্বরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষক এ সম্মেলনে যোগ দেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিস) রংপুর অঞ্চলের সভাপতি মো.আব্দুর রাজ্জাক।। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাসমাশিস রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মো.শফিয়ার রহমান ও বাসমাশিসের কেন্দ্রীয় কমিটির সদস্য মো.গোলাম মোস্তফা। কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক(ইংরেজি) ইমরুল কায়েস মিরন ও কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (বাংলা) নারায়ন চন্দ্র রায়ের সঞ্চালনে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খালেদ সিদ্দিকী, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভীন,উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা সরকার, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.আব্দুল ওয়াজেদ,সিনিয়র শিক্ষক শাহজাহান আলী,শেখ মো.আব্দুল মান্নান,মো.আশরাফুল,খন্দকার মো.মোয়াজ্জেম হোসেন প্রমুখ। প্রধান অতিথি ও প্রধান বক্তাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল শিক্ষকের মতামত ও দাবিসমুহ শীঘ্রই বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।
শেষে কুড়িগ্রাম জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এতে ২১সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হন কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভীন,সহ-সভাপতি কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খালেদ সিদ্দিকী ও উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা সরকার,সাধারণ সম্পাদক কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.আব্দুল ওয়াজেদ, যুগ্ন সম্পাদক কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.মোশাররফ হোসেন,সহ-সম্পাদক কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নারায়ন চন্দ্র রায়,কোষাধ্যক্ষ শেখ মো.আব্দুল মান্নান,সমাজকল্যান সম্পাদক মো. আশরাফুল,সাংগঠনিক সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন,দপ্তর সম্পাদক এনামুল হক,প্রচার সম্পাদক ইমরুল কায়েস মিরন,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো.আবু সাঈদ,মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *