সাড়ে ৯ ফুট লম্বা আকারের অজগর সাপের বাচ্চা উদ্ধার :বনবিভাগে হস্তান্তর

সাড়ে ৯ ফুট লম্বা আকারের  অজগর সাপের বাচ্চা উদ্ধার :বনবিভাগে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম থেকে, ২৩ আগষ্ট ২০১৭,০৩.৫৪
কুড়িগ্রামে সাড়ে দীর্ঘ ৯ ফুট লম্বা আকারের একটি অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় কতিপয় যুবকের সহযোগিতায় এ সাপ বাচ্চাটি জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার এসে তা উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর করা হয়। জানা গেছে, গত কয়েকদিনের বন্যার পানিতে ভেসে আসা অজগরটি সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলা নদীর পাড়ে চরকৃঞ্চপুর গ্রামে জনৈক বেলাল হোসেনের বাড়ির উঠোনের নিমগাছে আশ্রয় নেয়। বেলাল হোসেন ঘুম থেকে উঠে নিমগাছের সাথে সাপটিকে পেঁচিয়ে থাকতে দেখে ভয় পেয়ে যান।পরে প্রতিবেশীরা খবর পেয়ে সাপটি মেরে ফেলার উদ্যোগ নেয়। কিন্তু স্থানীয় কয়েকজন যুবক সাপটিকে সরকারি অফিসে জমা দেওয়ার কথা বলে তাকে আর কেউ মারতে পারেনা।স্থানীয় সচেতন যুবক তাজুল, জুয়েল ও বিদ্যুৎ জানান,আমরা এ অজগর সাপটিকে বাঁচাতে উত্তেজিত লোকজনকে শান্ত করি। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ বিষয়টিকে জানালে তিনি এসে প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তাকে সাথে নিয়ে সাপটিকে উদ্ধার করেন। বন বিভাগের কর্মকর্তা আলতাফ হোসেন জানান,অজগর সাপটি কেবল চোখ মেলতে পারে বয়স আনুমানিক দেড় বছর হতে পারে এবং দীর্ঘ সাড়ে ৯ ফুট। এটি পাহাড়ী ঢলে বন্যার পানিতে ভেসে আসতে পারে।এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ জানান,বনবিভাগে সাপটিকে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে দিনাজপুর রামসাগরের প্রাণি অভয়াশ্রমে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *