খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে রাজারহাটে ত্রান বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে রাজারহাটে ত্রান বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাজারহাট, ধন্যবাদ খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারকে।আমাদের মঙ্গাকবলিত,নদী গর্ভে বিলিন হওয়া,বর্নাত্য মানুষের জন্য নিজেরা ১০০টাকা করে চাঁদা দিয়ে,সাধারন ছাত্র/ছাত্রীদের,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের,বিশ্ববিদ্যালয়ের বাইরে খুলনা শহরের প্রতিটি দোকানে,অফিস আদালতে,দানশীল ব্যক্তিদের কাছ থেকে গনচাঁদা সংগ্রহ করে মোট ৮,০০০০০(আট লাখ) এর অধিক টাকার ত্রান সামগ্রী নিয়ে বড় ট্রাকে পলিথিন মুড়ে তার ভিতর ৩০ জন ছাত্র অমানবিক ও বাতাশ বিহীন ভাবে সুদুর খুলনা থেকে কাল বিকালে রওনা হয়ে আজ শুক্রবার (২৬ আগষ্ট) দুপুর ২ টায় কুড়িগ্রাম পৌছে।এই সুদীর্ঘ জার্নিতে তাদের শরীর বিধ্বস্ত হয়েছে,কারো মুখের দিকে তাকানো যাচ্ছিলো না,তার পরও শুধু আমাদের কুড়িগ্রাম বাসীর জন্যই এই নির্ঘুম ক্লান্ত শরীর নিয়ে পুরো দল দুই ভাগে ভাগ হয়ে রাজারহাট উপজেলার ছিনাই ও যাত্রাপুর রওনা হয়।ছিনাইতে অত্যান্ত জনাকীর্ণ পরিবেশে চিল্লা-হাল্লার মধ্য দিয়ে প্রায় ৭ শতাধিক মানুষকে ত্রান সামগ্রী ও ৬০০ শিক্ষার্থীকে বই খাতা তুলে দিয়ে সন্ধার পর কুড়িগ্রামের উদ্দেশ্য রওনা দেয়।ঐ ট্রাকেই আজ রাতে আবার খুলনা রওনা দেয়।স্মরন কালের এবারের বন্যা এটাই আমাকে দেখালো মানুষ কি ভাবে নিঃস্বার্থ ভাবে মানুষের পাশে দাড়ায়,মানুষের বিপদে আর একজন মানুষ কতটা ব্যাথিত হয়,আঞ্চলিকতার সকল ভেদাভেদ ভুলে কি ভাবে বুকে টেনে নেয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের এ ছাত্ররাই পারবে স্বপ্নের সোনার বাংলা গড়তে।
অভিনন্দন ও হাজার সালাম তোমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *