রাজারহাটে ঢাকা থিয়েটারের উদ্যোগে ত্রাণ বিতরণ

রফিকুল ইসলাম,
কুড়িগ্রামের রাজারহাটে বন্যাদূর্গত ৬০টি পরিবারের মাঝে নগদ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ঢাকা থিয়েটারের উদ্যোগে এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগিতায় গতকাল ছিনাই ইউনিয়নে প্রতিটি পরিবারের মাঝে নগদ ১৫০০ টাকা করে প্রদান করা হয়। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুনুর মো. আক্তারুজ্জামান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এ্যাসিসটেন্ট ডিরেক্টর ড. এহসানুর রহমান, বিমান বালা কসমিক, অভিনেতা-নির্দেশক তারেক আহমেদ, ছিনাই ইউপির সাবেক চেয়ারম্যান সাদেকুল হক নুরু, সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।