রাজারহাটে ৪৩৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাজারহাটে ৪৩৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আসাদুজ্জামান এইম রতন,
কুড়িগ্রামের রাজারহাটে ৪৩৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) হাসিমুখ এবং আমরা (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন) এর উদ্যোগে রাজারহাট উপজেলার তিস্তা নদী তীরবর্তী চর বিদ্যানন্দ এলাকায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় চর বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর তৈয়বখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৩৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ২ দিস্তা সাদা খাতা, ২ টি বাংলা হাতের লেখা খাতা, ২ টি ইংরেজী হাতের লেখা খাতা, ৩ টি কলম, স্কেল, পেনসিল, ইরেজার, শার্পনার , বিস্কুট এবং ড্রাই কেক প্রদান করা হয়। এসব নতুন শিক্ষা সামগ্রী পেয়ে হাসি ফুটে ওঠে তাদের মুখে।
আরো জানা যায়- শিক্ষা উপকরণ বিতরণ ২০১৭ এর দ্বিতীয় পর্যায়ে রংপুর বদরগঞ্জ এর লোহানীপাড়ায় উপজাতিদের মাঝে আগামী ৮ সেপ্টেম্বর শিক্ষা উপকরণ বিতরণ করবে হাসিমুখ এবং আমরা পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *