রাজারহাটে ১ঘন্টায় ৭ লাখ বৃক্ষরোপন সম্পন্ন

রাজারহাটে ১ঘন্টায় ৭ লাখ বৃক্ষরোপন সম্পন্ন

সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট প্রকল্প বাস্তবায়নে মাত্র ১ ঘন্টায় ৭লাখ বৃক্ষরোপন সম্পন্ন করে বিশ্বের মধ্যে অনন্য রেকর্ড গড়ল রাজারহাট উপজেলা।

শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাই বৃক্ষ রোপনে সবচেয়ে বেশী ভূমিকা রেখেছে। এজন্য তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে আসছিল। রাজারহাট উপজেলার মতো সারা দেশে এ কার্যক্রম চললে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
বুধবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলাজুড়ে একযোগে মাত্র ১ ঘন্টায় ৭ লাখ বৃক্ষরোপন-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এ কথা বলেন। রাজারহাট হ্যালিপ্যাড মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান প্রমূখ।
রাজারহাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং ৭টি ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ঘড়ির কাটায় ঠিক তখন সকাল ১০টা একযোগে গোটা উপজেলাজুড়ে ৩ হাজার টিম লিডারের বাঁশি বাজিয়ে বৃক্ষরোপন কর্মসূচীর কার্যক্রম শুরু হয়ে তা চলে সকাল ১১টা পর্যন্ত। এতে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ হাজার শিক্ষার্থীসহ ১ লাখ ১৫ হাজার সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে উপজেলার ৫০০টি রাস্তার ৫০১ কি. মি. এলাকাজুড়ে আনন্দমুখর পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয়। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ২০০ টি কমিটি কাজ করে। উল্লেখ্য, ৬৩ প্রজাতির ফলদ, বনজ ও ঔষুধি জাতের ৭ লাখ চারা রোপন করা হয়।
এ ব্যাপারে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ জানান, বৃক্ষরোপন সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি বিশ্বের মধ্যে উপজেলা পর্যায়ে এই প্রথম। আশা করছি, সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট হিসেবে গ্রির্নিস বুকে রেকর্ড গড়ল রাজারহাট উপজেলা। শেষে তিনি সাংবাদিকদের কাছে বৃক্ষরোপন কর্মসূচির তাৎপর্য তুলে ধরে প্রেস ব্রিফিং দেন।

মো. এনামুল হক,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *