আজ শিক্ষা দিবস

আজ শিক্ষা দিবস

আজ শিক্ষা দিবস,১৯৬২ সালে পাকিস্তান সরকারের গনবিরোধী,শিক্ষা সংকোচনমূলক শিক্ষানীতি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ও একটি গণমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিতে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনের রক্তাক্ত স্ট্মৃতিবিজড়িত এই শিক্ষা দিবস,তাদের স্মরনে এই দিনটি পালন হয়ে থাকে।
এবারের শিক্ষা দিবসের মূল প্রতিপাদ্য- ‘মানবতার সপক্ষে, মানবাধিকার সুরক্ষায়, মানব সম্পদ উম্নয়নে শিক্ষা’।
শিক্ষার গুরুত্ব নিয়ে ফরাসি চিন্তাবিদরুশো বলেছেন”আমাদের জন্মকালিন ত্রুটি,পূর্ন মনুষ্যত্বলাভে আমাদের যা কিছু প্রয়োজন সেই সব পুরন করে শিক্ষা।গ্রীক দার্শনিক এ্যারিষ্টটল বলেছেন”অশিক্ষিত মানুষ অপেক্ষা শিক্ষিত মানুষ ঠিক ততটাই উৎকর্ষের অধিকারী যতটা জড় অপেক্ষা জীব।
তাই আজকের দিনে এ দেশে সার্বজনীন বিজ্ঞানভিত্তিক ও সেক্যুলার শিক্ষা পদ্ধতির দাবিতে যুগে যুগে যে সব বীর সেনারা শহীদ হয়েছে তাদেরকে “সালাম” জানাই এবং এই রক্তাক্ত পথে মাড়িয়ে একদিন এ দেশে এ পদ্ধতি চালু হবে তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি।

মোঃ শফিকুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *