বিদ্যানন্দ ইউনিয়নে রোহিঙ্গা হত্যা নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

বিদ্যানন্দ ইউনিয়নে রোহিঙ্গা হত্যা নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

বিদ্যানন্দ প্রতিনিধি,
উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সকল স্কুল কলেজের শিক্ষার্থী সহ এলাকার সর্বস্তরের জনতার অংশগ্রহনে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার(২০ সেপ্টেম্বর)এ মানববন্ধন কমৃসুচির আয়োজন করা হয়।
বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান জনাব তাইজুল ইসলাম বলেন – আমি মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক এ নির্যাতন বন্ধ করার জন্য বিশ্বের কাছে সকল সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান করছি। সেই সাথে বর্বরোচিত এই খুন হামলা এবং নিরীহ জনগনের উপর অত্যাচারের তীব্র নিন্দা জানাই।
মানব বন্ধনে অন্যান্য বক্তার মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল হক বিএসসি।
তিনি বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মানবিক কারনে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। তাদেরকে স্থায়ী সুবিধা দেওয়ার কোনো সুযোগ নাই। প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাব জাতিসংঘ সহ বিশ্বের সকল সংগঠনকে মেনে নিতে তিনি অনুরোধ জানান।
বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে নিহত রোহিঙ্গাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল রতিগ্রাম বাজার হইতে বের হয়ে ডাংরারহাট সহ কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *