তৌহিদুর বিনা প্রতিদ্বন্দিতায় লোড আনলোড লেবার শ্রমিকদের সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক,
উপজেলার লোড আনলোড লেবার শ্রমিকদের সভাপতি নির্বাচিত হয়েছেন তৌহিদুর রহমান।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯ ঘটিকায় রাজারহাট উপজেলার সাত ইউনিয়নের লোড আনলোড লেবার শ্রমিকদের সবার সম্মতিতে বিনা প্রতিদ্বন্দিতায় মো:তৌহিদুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন, তিনি কারমাইকেল বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাষ্টার্স পাশ করেছেন,তৌহিদুর বলেন আমি রাজারহাট উপজেলার শ্রমিকদের মূলত জীবনের মান উন্নয়নে কাজ করে যাবেন। এছাড়া শ্রমিকদের অন্ন, বস্ত্র , খাদ্য,বাসস্থান চিকিৎসা নিশ্চিত করা লক্ষে কাজ করে যাবেন।
রাজারহাট বিডি ডট কম সম্পাদক মো. এনামুল হক ও প্রেসক্লাব বাজারহাট সা. সম্পাদক মো. রফিকুল ইসলাম অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন ভাইকে। সৎ পথে সাহসিকতার সাথে লেবার শ্রমিকদের ভালো করার কাজে এগিয়ে যাক এই প্রত্যাশা করি।
congratulations! Hope you do something for oppressed people of Rajarhat.