রাজারহাটে ত্রাণের ঢেউটিন দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

মো. এনামুল হক,
রাজারহাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ টাকা দেয়ার কথা বলে চেয়ারম্যানের নাম ভাঙিয়ে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার ছিনাই ইউনিয়নের কালুয়ারচর এলাকায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৬টি গৃহহারা পরিবারদের মাঝে গৃহনির্মাণে ২ লাখ ৭৬ হাজার টাকা ও ৯৪ বান্ডিল ঢেউটিন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসে।
কিন্তু এলাকার দছিমুদ্দিনের ছেলে ছামিউল হক, বাবর আলীর ছেলে জাকির হোসেন ও সামছুল সরদারের ছেলে আলম মিয়া ত্রাণ দেয়ার নাম করে ওই ইউপির চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলুর কর্মী হিসেবে পরিচিত পরিবার প্রতি ৩ হাজার টাকা করে আদায় করে। পরে তারা জানতে পারে ওই যুবকরা ত্রাণ বিতরণে জড়িত নয়। বিষয়টি জানার পর ১৪ নভেম্বর প্রতারণার শিকার গৃহহারা পরিবারগুলো রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু বলেন, এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার কর্ণগোচরে আসার পর আমি প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। ত্রাণ দেয়ার নাম করে গৃহহারাদের কাছ থেকে নেয়া অর্থ ফেরত না দেয়া পর্যন্ত ত্রাণের ঢেউটিন কিংবা অর্থ ওই এলাকায় বিতরণ বন্ধ থাকবে।