রাজারহাট বিডি ডট কম – একটি অলাভজনক এবং স্বনির্ভর ওয়েব পোর্টাল

Rajarhatbd.com
আমাদের রাজারহাট ভিত্তিক এই পোর্টালটি প্রতিদিন রাজারহাটের তথ্য এবং সংবাদ প্রকাশ করে আসছে নিয়মিতভাবে।
অামরা যারা এই পোর্টালটির সংগে জড়িত আছি তারা ব্যাক্তিগত ভাবে সকলেই স্বাবলম্বী।
আমাদের এই পোর্টাল চালু করা রাজারহাটের প্রতি ভালোবাসার প্রকাশ মাত্র, এটা আমাদের আয়ের উৎস নয়।
সাম্প্রতিক একটি অনাকাঙ্ক্ষিত তথ্য কানে আসায় খুবই বিব্রত বোধ করছি, জেনেছি কিছু ব্যক্তি আমাদের পোর্টাল এর পক্ষে শীতবস্ত্র বিতরনের নামে অনুদান আদায় করার অপপ্রয়াস চালানের চেস্টা করছে যেটা খুবই ঘৃণিত একটি কাজ।
আমি আপনাদের নিশ্চিত করতে চাই রাজারহাট বিডি ডট কম কারও কাছে কোন আর্থিক অনুদান চায়নি।
অার একটি বিষয় আপনাদেরকে বিনীত ভাবে জানাতে চাই রাজারহাট বিডি ডট কম এ আপনার কোন সংবাদ প্রকাশ করতে কোন অর্থের প্রয়োজন নেই।
কেউ পোর্টাল সম্পর্কিত বিষয়ে এ ধরনের অনুদান বা সন্দেহজনক কোন অনুরোধ পেলে তা সম্পাদক ও নির্বাহী সম্পাদক কে জানানোর অনুরোধ রইল।
সুজিৎ রায় –ব্যাংক কর্মকর্তা,নির্বাহী সম্পাদক,রাজারহাট বিডি ডট কম।