রাজারহাটে জলাতংক আক্রান্ত গাভীর মাংস বিক্রিকালে ভ্রাম্যমান আদালতে ১৫০০০ টাকা জরিমানা আদায়

রাজারহাটে জলাতংক আক্রান্ত গাভীর মাংস বিক্রিকালে ভ্রাম্যমান আদালতে ১৫০০০ টাকা জরিমানা আদায়

Rajarhatbd.com
রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি,
কুড়িগ্রামের রাজারহাটে শনিবার সন্ধ্যায় জলাতংক রোগে আক্রান্ত গাভী জবাই করে মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত ২ কসাই ও গরুর মালিককে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেকের নিকট ৫০০০ টাকা করে মোট ১৫০০০ টাকা জরিমানা আদায় করেন।
জানা যায়, উপজেলার কিশামত নাখেন্দা এলাকার বাসিন্দা আতিকুল ইসলামের একটি গাভী সম্প্রতি কুকুরের কামড়ে জলাতংক রোগে আক্রান্ত হয়েছে বলে ওই এলাকার পশুচিকিৎসক নিশ্চিত করেন।
পরে এলাকার শাহাবুদ্দিন নামের এক দালাল লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকা থেকে ২জন কসাইকে নিয়ে এসে মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে আক্রান্ত গাভীটিকে জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত গরুর মাংসসহ কসাই এনামুল হক(৪৫) , নাজমুল হক(৪০) ও গরুর মালিক আতিকুল(৩৩)কে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।