“ক্রন্দন “

“ক্রন্দন “

Rajarhatbd.com
— নূরুন্ নাহার

নীলা, জানি ভাল নেই তুমি
অপেক্ষার নিদারুণ জ্বালায়
জ্বলে পুড়ে মরছো প্রতিটিক্ষণ।
আমিও ভাল নেই —-
তোমাকে ছাড়া বড্ড একা লাগে,
তাই তো ছুটতে থাকি তোমার পথে
নিজেকে নিষিদ্ধ জেনেও বার বার।
আমি অহর্নিশ তোমার কান্না শুনি
তোমার দীর্ঘশ্বাস বাতাসে মিশে
প্রতিক্ষণ ছুুঁয়ে যায় আমায়।
আমি নিশিদিন ছটফট করি, চিৎকার করি
তোমার কষ্টের জল মোছাতে পারি না বলে।
জানো নীলা, আমি চাই না তোমার কান্না
চাই না তোমার প্রতিক্ষার কষ্ট।
কি করবো বল, কি করে তোমায় বলবো —
আজ থেকে ছমাস আগেই
এক নিকষ কালো রাতে এক ভয়ানক
এক্সিডেন্টে পিচঢালাপথে পিষ্ট হয়েছি আমি।
অফিস থেকে বাড়ি ফেরা হয়নি আমার
ফিরে গেছি ঐ দূর আকাশের সীমানায়।
তবুও কতপথ পাড়ি দিয়ে রোজ
তোমায় দেখতে আসি।
তোমার প্রতিক্ষার কষ্ট তোমার দীর্ঘশ্বাস
ভীষণ কষ্ট দেয় আমায়।
আমি চিৎকার করে কতবার বলি—
” আর প্রতিক্ষায় থেকো না নীলা
শুকনো পাতার মর্মর শব্দে
আমার পদশব্দ শুনে ভুল করো না।
বাতাসের ধমকা হাওয়ায় আমার স্পর্শ
খুঁজে খুঁজে চমকে উঠো না তুমি
আমি আর ফিরবো না!”
জীবন আর মৃত্যুর মাঝখানে থাকা
অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে
আমার কথাগুলো বার বার
আমার কাছেই ফিরে আসে।
তোমাতে পৌঁছাতে পারে না কিছুতেই।
তুমি জানো না নীলা—
এ যে কি ভয়ানক কষ্ট আমার!
Image may contain: outdoor and nature