দ্বিতীয় ধরলা সেতু খুলে দেওয়া হলো

দ্বিতীয় ধরলা সেতু খুলে দেওয়া হলো

Rajarhatbd.com
এ.এস.জুয়েল :
শনিবার বিকেল তিনটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুলাঘাটে ধরলা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত দ্বিতীয় ধরলা সেতুটি জনসাধারনের যাতায়াতের সুবিধার্থে জন্য খুলে দেয়া হয় ।
সেতুটি খুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. জাফর আলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী (কুড়িগ্রাম) সৈয়দ আব্দুল আজিজ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মেহেদুল করিম, ফুলবাড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবেন্দ্রনাথ উরাওঁ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার প্রমুখ।

৯৫০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ১৯৬ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১৪ সালের ২৪ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাভানা কনস্ট্রাকশনের সঙ্গে এলজিইডি’র সেতু নির্মাণ সংক্রান্ত চুক্তি হয়।

দীর্ঘদিন ধরে ধরলা নদীর উপরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল কুড়িগ্রামের ফুলবাড়ী, ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার অন্তত ২০ লাখ মানুষ। এরপর ২০১২ সালের ১২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালেক্টরেট মাঠে জনসভায় সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।