আমি একেলা

আমি একেলা

Rajarhatbd.com
সরকার অরুণ যদু
শুভ্র বদনখানিতে পড়েছো ণীল টিপ
দূুর্বা ডগায় শিশির বিন্দু কিরণে জ্বলছে দীপ,
ভুল করে ভালোবেসেছিলাম গোধূলী বেলা
বসে আছি ফুল বনে তুমি নেই আমি একেলা।
ধূসর মন যেনো তপ্ত বালু কনা
ছলনাময়ী ওগো আর যে দেরী সয় না,
কল্পনা করি বার বার তুমি আমার হবে
তোমার রুপে মুগ্ধ হবো অলংকার লগ্ন কবে।
সুগন্ধ. ধূপ জ্বালিয়ে রেখেছি হৃদ – মাঝে
যেমন জ্বালায় দীপ নব বধু সন্ধ্যা সাজে,
ভাঁজ করা চুল রোদো করে চিকচিক
মুক্ত আকাশে তারা জ্বণরে ফিকফিক ।
প্রহরের পর প্রহরে আসো তুমি মধুক্ষনে
এ মায়াবী সন্ধ্যায় কথা হবে দু ” জনার মিলনে ।
24 / 05 / 2018 * রমনা কালী মন্দির চত্বর * ঢাকা।