রক্তপলাশ-হায়দার বসুনিয়া

রক্তপলাশ-হায়দার বসুনিয়া

রক্তপলাশ
হায়দার বসুনিয়া

কৃষ্ণচূড়া দেশের মগডালে লাল ফুল ফুটেছিলে
এক বিস্তৃত লাল সাগর
লাল শূল নয় যেন, এক রাজ্যের রক্ত
অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম
সারা দিন সারা রাত
সেই একাত্তর থেকে
নিষ্পলক নেত্রে
হে কৃষ্ণচূড়া- দেশ, তুমি এমন সাজেই থেকো
প্রতিদিন তোমায় নয়নজুড়ে দেখব
সব ভাই-বোনে নয়নজুঢ়ে দেখব
একটা রক্ত পলাশকে দেখব বিস্ময়ে
দেখলাম আর দেখলাম
একটা আকাশ শতক পুলক।
রক্ত ঝড়াতে যেনো সর্বদাই প্রস্তুত