রাজারহাটে বাল্য বিয়ের অপরাধে বরের ১০দিনের কারাদন্ড

রাজারহাটে বাল্য বিয়ের অপরাধে বরের ১০দিনের কারাদন্ড

বিশেষ প্রতিনিধি:
১ সেপ্টেম্বর সন্ধ্যায় কুড়িগ্রামের রাজারহাটে বাল্য বিয়ে করার অপরাধে ভ্রাম্যমান আদালত বরকে আটক করে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির সুলতান বাহাদুর এলাকার আয়নাল হকের পুত্র জুয়েল হক(২০) পার্শ্ববর্তী লালমনির হাট সদরের গোকুন্ডা ইউপির রতিপুর এলাকার বাসিন্দা জিয়াউর রহমানের পঞ্চম শ্রেনীতে পড়ুয়া কন্যা রিতুমনি (১১) এর বাল্য বিয়ে হয়।
খবর পেয়ে বিকালে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বরের বাড়ীতে অভিযান পরিচালনা করেন।
এ সময় কনে সহ কনে পক্ষের লোকজন পালিয়ে গেলেও বর জুয়েলকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বরের ১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।