রাজারহাটে জেলের জালে ডলফিন মাছ

রাজারহাটে জেলের জালে ডলফিন মাছ

মো: এনামুল হক:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন ছিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকার স্থানীয় জেলের জালে ধরলা নদীতে ৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় আড়াই মণ ওজনের ডলফিন ধরা পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ইউনিয়নের বড়গ্রাম এলাকার জেলে হাড্ডু মিয়া প্রতিদিনের ন্যায় বাড়ীর পার্শ্বে ধরলা নদীতে মাছ ধরতে যায়।

৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ডলফিনটি ধরা পড়ে। জালে ডলফিনটি আটকে গেলে জেলে বিরল প্রজাতির এ মাছটি দেখে চিৎকার দিলে পার্শ্ববর্তীরা এগিয়ে এসে জাল থেকে ডলফিনটি উত্তোলন করে।
এ খবর ছড়িয়ে পড়লে ডলফিনটি এক নজর দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। ডলফিনটি ছিনাই হাট বাজারের পেট্রোল পাম্পে রাখা হয়েছিল। এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান বলেন,ডলফিনটিকে বর্তমানে নিরাপদ আশ্রয়ে নিয়ে বাঁচানোর চেষ্টা চলছে।

ইতিমধ্যে রংপুর চিড়িয়াখানায় যোগাযোগ করা হয়েছে। তারা ইতিমধ্যেই রওয়ানা দিয়েছেন।