রাজারহাটে ভূয়া স্বর্ণের গনেশ মূর্তি উদ্ধার

রাজারহাটে ভূয়া স্বর্ণের গনেশ মূর্তি উদ্ধার

বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ভূয়া স্বর্ণের মূর্তি গণেশসহ ২ প্রতারককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজারহাট থানায় গতকাল ৩ জনের নামে একটি প্রতারণার মামলা রুজু করেছে। আটককৃতদের গতকাল রোববার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
রাজারহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ২৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় স্বর্ণের মূর্তি বেচা-কেনা হওয়ার খবর পেয়ে রাজারহাট থানার এস আই আরমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভূয়া স্বর্ণের গনেশ মূর্তি উদ্ধার সহ হাতে -নাতে মনিরুজ্জামান ওরফে রাজু (৩৮) ও আ. কাদের (৫০) কে আটক করে। অন্য আসামী হলো-লালমনিরহাট সদরের পঞ্চগ্রাম ইউপির ফকিরের তকেয়া এলাকার সৈয়দ আলীর পুত্র খায়রুল ইসলাম (৪৫)। আটককৃত মনিরুজ্জামান রাজু দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শিমুলতলী গড়ের পাড় এলাকার আবুল কাশেমের পুত্র এবং আ. কাদের দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মৃত কেরাগ উদ্দিনের পুত্র বলে জানা গেছে।
উলে­খ্য, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র এ এলাকায় প্রতারণা করার চেষ্টা করছে। তারা কখনও মোবাইল ফোনে ফাঁদ পাতিয়ে আবার কখনও সরাসরি মুর্তি, পয়সা এবং তক্ষকের লোভ দেখিয়ে এসব প্রতারণা করে আসছিল। এ ঘটনায় রাজারহাট থানায় একটি প্রতারণার মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-১৯। এ বিষয়ে রাজারেহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, উদ্ধার হওয়া মূর্তিটি, স্বর্ণের মূর্তি নয়। এটি একটি পিতলের মূর্তি মাত্র। যার ওজন আধা কেজির মতো হবে। আটককৃত প্রতারক ২ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সত্যতা স্বীকার করেছে। অন্যজনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।