রাজারহাট মুক্ত দিবস আজ

রাজারহাট মুক্ত দিবস আজ

এ.এস.লিমন:
আজ ৬ ডিসেম্বর রাজারহাট হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা রাজারহাট উপজেলার ঠাটঁমারী ব্রীজে অবস্থানরত পাকবাহিনীকে পরাজিত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত মুক্তিবাহিনী ধরলা নদী পার হয়ে রাজারহাট ঠাটঁমারী এলাকায় এ অবস্থানরত পাকবাহিনীর উপর আক্রমণ চালাতে থাকে। এ সময় মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাকবাহিনীর উপর আক্রমণ চালায়। ৫ ও ৬ডিসেম্বর উভয় পক্ষের মধ্যে চলে তুমুল যুদ্ধ। এ সময় যৌথ বাহিনী রাজারহাট ঠাটঁমারী এলাকায় অবস্থানরত পাক বাহিনীর অবস্থানের উপর আক্রমন চালায়।

৬ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে পাকবাহিনী গুলি করতে করতে ট্রেনযোগে রাজারহাট ত্যাগ করে। এরপর ওই দিন বিকাল ৪টার দিকে রাজারহাট ঠাটঁমারী ব্রিজের উপর স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করার মাধ্যমে রাজারহাটকে হানাদার মুক্ত করা হয়।