আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুনুর – রাজারহাটে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ে একাংশের বিক্ষোভ

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুনুর – রাজারহাটে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ে একাংশের বিক্ষোভ

রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে বুধবার(৩০ জানুয়ারী) উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল করিম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাফর আলী (সাবেক এমপি), যুগ্ম সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, প্রচার সম্পাদক জিল্লুর রহমান টিটু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কাশেম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আদম আলী সরকার, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ প্রমূখ। সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আওয়ামীলীগ মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামানকে মনোনীত করা হয়।

অপরদিকে রাজারহাটে দুপুরে সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমান চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পীকে নৌকা প্রতীকের মনোনয়নের দাবীতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আব্দুস ছালাম মাষ্টারের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাংশের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম মাষ্টার, চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পী, বনানী থানা স্বেচ্ছাসেবকলীগের সাঃ সম্পাদক রহিম বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ম আহবায়ক ছামিউল ইসলাম, বিদ্যানন্দ ইউপি যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, ঘড়িয়ালডাঙ্গা ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উমর মজিদ ইউপি আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম তালুকদার ময়নাল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন কুমার রায় প্রমূখ।