রাজারহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজারহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আশরাফুন্নেছা বেগম:
কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন , উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি,উপজেলা বিএনপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব রাজারহাট, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, সোনালুরকুটি উচ্চ বিদ্যালয়, ইলেকট্রিক সমিতি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রাজারহাট বিডি ডট কম।
এদিকে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হতে র‌্যালী বের হয়ে উপজেলা শহিদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্পমাল্য অর্পণ করে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামীলীগের সা. সম্পাদক আবুনুর মো. আক্তারুজ্জামান, অধ্যক্ষ মো:সফিকুল ইসলাম,রাজারহাট থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার প্রমূখ।
সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।