ফারাক্কা ব্যারাজের সবক’টি বাঁধ খুলে দিয়েছে ভারত

ফারাক্কা ব্যারাজের সবক’টি বাঁধ খুলে দিয়েছে ভারত

।। নিউজ ডেস্ক  ।।

ভারতের উত্তর প্রদেশ, মালদহ ও বিহারে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে ফারাক্কা বাঁধের সব ক’টি লকগেট একসঙ্গে খুলে  দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এর জেরে  রাজশাহীতে অতি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল দুপুরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি লকগেটই খুলে দেয়ায় পদ্মার পানি বিপদসীমা ছুঁই ছুই করছে।

ইতিমধ্যেই কয়েক সেন্টিমিটার পানি বেড়েছে পদ্মায়। ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করে সোমবার সন্ধ্যায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক সৈয়দ সাহিদুল আলম জানান, ফারাক্কা উজান থেকে পদ্মায় আসা পানিতে এ অঞ্চলে বন্যা হতে পারে এর জন্য আগাম সর্তকতা অবলম্বন করা হচ্ছে।

এদিকে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানিয়েছেন, সোমবার সকাল ৬টায় রাজশাহীতে পদ্মায় পানি ছিল ১৭ দশমিক ৯০ সেন্টিমিটার? সারাদিনে তা বেড়ে সন্ধ্যা ৬ টায় ১৮ দশমিক ০১ সেন্টিমিটার হয়। তিনি বলেন, দু-একদিনের মধ্যেই পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। রাজশাহী পদ্মার পানির বিপদসীমা ধরা হয় ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার।

সূত্রঃ mzamin.com