রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইছাহাক আলীকে দাফন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা  ইছাহাক আলীকে দাফন

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইছাহাক আলী।

আজ সকাল ১০.০০ টায় গার্ড অব অনার প্রদান করা হয় মুক্তিযুদ্ধের এই অকুতোভয় বীর সেনানীকে। এ সময় বেজে উঠে বিউগলের করুণ সুর। প্রয়াত বীর সন্তানের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে গার্ড অফ অনারে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন।

এ সময় রাজারহাট থানা পুলিশের একটি চৌকস দল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজব আলী, অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন।

মোঃ ইছাহাক আলি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ কুড়ারপার এলাকার বাসিন্দা ছিলেন।

তিনি গতকাল বিকাল ৩.০০ টার সময় কুড়িগ্রাম সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

গার্ড অফ অনার প্রদানের পরে হাজার হাজার স্থানীয় শুভাকাঙ্ক্ষী তাঁর নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।তাঁর মৃত্যুতে দেশ মুক্তিযুদ্ধের একজন অকুতোভয় বীর সেনানীকে হারালো। তাঁর পরিবারের প্রতি রইল অকৃত্রিম সমবেদনা। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।

সূত্রঃ uno Rajarhat kurigram.