কুড়িগ্রামে লাউ ৫ টাকা, বেগুনের কেজি ২ টাকা

কুড়িগ্রামে লাউ ৫ টাকা, বেগুনের কেজি ২ টাকা

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির প্রভাবে কুড়িগ্রামে কমে গেছে সবজির দাম। কাঙ্খিত মূল্য না পেয়ে হতাশা বাড়ছে সবজি চাষিদের।

কৃষক ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, ক্রেতা সংকটের কারণে বেশিরভাগ সবজির দাম কমে গেছে। এখন প্রতিটি লাউ পাঁচ টাকা আর বেগুন দুই টাকা কেজি দরে বিক্রি করছেন কৃষকরা।

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের কৃষক ফারুক মিয়া বলেন, গত এক সপ্তাহ ধরে সবজির বাজার নিম্নমুখী। ২০০ টাকা মণের শসা এখন ৮০ টাকা, ৪০০ মণের বেগুন এখন ৮০ টাকা, ২০ টাকার লাউ বিক্রি হচ্ছে প্রতিটি পাঁচ টাকা করে।

শিবরাম গ্রামের কৃষক আবু মোত্তালেব জানান, মিষ্টি কুমড়া প্রতিমণ বিক্রি হচ্ছে ২৮০ টাকা। আগে বিক্রি হতো ৫০০ টাকা মণ। এক সপ্তাহ আগে জমিতে প্রতিকেজি আলু ১৩ টাকায় বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ১১ টাকায়।

আলু ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ট্রাকের অভাবে আলু ঢাকাসহ অন্যান্য স্থানে পাঠানো যাচ্ছে না। হোটেল রেস্তোঁরা বন্ধ থাকায় ট্রাকের চালক-হেলপাররা মাল পরিবহন করতে চাচ্ছে না।

কুড়িগ্রাম জিয়া বাজারের পাইকারি ব্যবসায়ী মো. শাহজাহান আলী বলেন, খুচরা বিক্রেতারা না আসায় সবজির চাহিদা কমে গেছে। দামও পড়ে গেছে।

সূত্রঃ কালের কণ্ঠ