রাজারহাটে বাড়ি বাড়ি গিয়ে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

রাজারহাটে বাড়ি বাড়ি গিয়ে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

মো: এনামুল হক:
দেশব্যাপী মহামারী করোনা ভাইরাসে কর্মহীন মানুষের খাদ্য নিশ্চিত করতে কুড়িগ্রামের রাজারহাটে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখান্দা গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর একটি দল।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তেল, লবণ, বিস্কুট ও সুজি।

ত্রান সহায়তা বিতরণে নেতৃত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাফায়েত খান জানান, করোনা মোকাবেলায় শুরু থেকে সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। প্রত্যন্ত অঞ্চলে অসহায় কর্মহীন মানুষের মধ্যে সেনাবাহিনী খাদ্য সহায়তা পেীঁছে দিচ্ছে । আর এ কার্যক্রম চলমান থাকবে।