রাজারহাটে ৩ জন করোনা রোগী শনাক্ত

রাজারহাটে ৩ জন করোনা রোগী শনাক্ত

মো: এনামুল হক :
কুড়িগ্রামের রাজারহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার(১ লা মে) বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন অফিস।

আক্রান্তরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পাঠানপাড়া গ্রামের বাসিন্দা যাদের বয়স ০৯, ১৭ ও ৪৫ । শুক্রবার(১ লা মে) কুড়িগ্রামে জেলায় মোট ৭ জনের করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে। ।সদর উপজেলার ০২ জন,যাদের বয়স ৩৫,উলিপুর উপজেলায় ০১ জন যার বয়স ২৮,চিলমারী উপজেলায় ০১ জন যার বয়স ১৪,রাজারহাটে ৩ জন যাদের বয়স ০৯, ১৭ ও ৪৫ । নতুন আক্রান্তদের মধ্যে ৪ নারী,২ জন শিশু ও ১ জন যুবক।

জেলায় এখন পর্যন্ত মোট ১৮ জনের করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। । এর মধ্যে সদর উপজেলায় ০৭ জন,চিলমারী উপজেলায় ০২ জন,ফুলবাড়ী উপজেলায় ০১ জন ,রৌমারী উপজেলায় ০৩ জন,নাগেশ্বরী উপজেলা ০১ জন,উলিপুর উপজেলা ০১ জন,রাজারহাট উপজেলা ০৩ জন।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত ১১ জনকে স্ব-স্ব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। এখনো কাউকে ছাড়পত্র দেয়া হয়নি।
তিনি আরো জানান নতুন আক্রান্তদের মধ্যে অনেকে রোগীর সংস্পর্শে আসার ফলে তারা আক্রান্ত হয়েছেন ।