মানবিক সমাজ রাজারহাটের ঈদ উপহার বিতরণ

মানবিক সমাজ রাজারহাটের ঈদ উপহার বিতরণ

বিডি ডেস্ক:
করোনা পরিস্হিতি স্বাভাবিক না হতেই বন্যার হানা উত্তরের কুড়িগ্রাম জেলায়। বন্যার্তদের পাশে দাঁড়াতে থেমে নাই মানবিক সংগঠনগুলো। অপরদিকে বন্যায় বা নদীভাঙ্গনে প্রভাব পড়ে নাই এমন জায়গাগুলো টানা বর্ষণে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ।

রাজারহাট উপজেলার “মানবিক সমাজ, রাজারহাট ইউনিয়ন” কর্মহীন শ্রমজীবীদের মাঝে ঈদ উপহার তুলে দেয়। রাজারহাট ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ৯০টি পরিবারে ঈদ উপহার স্বরূপ খাদ্যসামগ্রী পৌঁছায় দেয় মানবিক সমাজ, রাজারহাট ইউনিয়ন।

এ সময় উপস্থিত ছিলো, মানবিক সমাজের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান, কার্যকরী সদস্য সন্তোষ কুমার, উপদেষ্টা মোঃ জাহিদ হাসান, রাজারহাট বিডি ডট কমের সম্পাদক এনামুল হক, পাভেল সাউন্ড রাজারহাটের প্রোপ্রাইটর শাফিউল আলম, রাজারহাট টেলিকমের প্রোপ্রাইটর আব্দুর রউফ, রাজারহাট ফাজিল ডিগ্রী মাদরাসার শিক্ষক মোহাম্মদ আলী মন্ডল এটম, সদস্য হুমায়েরা কবীর ঐশী ও মিজানুর রহমান সাদ্দাম সহ সকল স্বেচ্ছাসেবক।
তাদের কার্যক্রম পরিচালনা করেন মানবিক সমাজ রাজারহাটের কার্যকরী সদস্য শেখ সেলিম। তিনি বলেন, আমাদের কার্যক্রমে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা এরকম কার্যক্রম সর্বদা চালিয়ে যাব ইনশাআল্লাহ। উপদেষ্টা আল ইমরান বলেন, আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
উল্লেখ্য যে, “মানবিক সমাজ, রাজারহাট ইউনিয়ন” প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য স্থায়ী সমস্যা সমাধান করা।