রাজারহাটে জাতীয় শোক দিবস পালিত

রাজারহাটে জাতীয় শোক দিবস পালিত

বিশেষ প্রতিনিধি:
রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যদ্বয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় আব্দুল্লাহ সোহরাওয়ার্দ্দী অর্কিডে উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পি, এসিল্যান্ড মোছা: আকলিমা বেগম, থানা অফিসার ইনচার্জ মো: রাজু সরকার, কৃষি অফিসার মো: কামরুজ্জামান প্রমূখ।

এদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহের উদ্দিন ধনী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামান। পরে কমপ্লেক্স ভবনের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও বন্যাদূর্গত এলাকা বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র ১০০০ দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।