রাজারহাটে বাবলুর গোয়াল ঘড়ে আগুনে পুড়েঁছে ৯টি গাভী

রাজারহাটে বাবলুর গোয়াল ঘড়ে আগুনে পুড়েঁছে ৯টি গাভী

।। নিউজ ডেস্ক।।

রাজারহাটে গোয়াল ঘড়ে আগুন লেগে নয়টি গাভী দগ্ধ হয়ে সাতটি মারা গিয়েছে দুটি গাভী পোড়াঁ শরীরের যন্ত্রনা নিয়ে ছটফট করছে। 

দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার বিদ্যানন্দ ইউপির সুকদেব গ্রামের বাবলু মিয়ার গোয়াল ঘড়ে ৩ রা নভেম্বর রাত দেড় ঘটিকার দিকে গোয়াল ঘড়ে আগুন লেগে নয়টি গাভী পুড়ে যায়।

এলাকাবাসীরা জানায়,মঙ্গলবার দিবাগত রাতে দেড়টায় বাবলু মিয়ার গোয়াল ঘড়ে আগুন,সেই আগুনের খরতা এতো তীব্র ছিলো এলাবাসীরা আগুন নিভানোর চেষ্টার পুর্বেই আগুনে পুড়েঁ সাত গাভী মারা যায়।তবে আগুনের সুত্রপাত এখন পর্যন্ত জানা যায়নি।

তবে এলাকাবাসীর ধারনা শুত্রুতার জের ধরে কেউ হয়তো বাবলুর গোয়াল ঘড়ে আগুন লাগিয়ে দিয়েছে নয়তো ইলেকট্রিক লাইন সট হয়েছে।ভুক্তভোগী বাবলু মিয়া বলেন, কেউ হয়তো শত্রুতাবশত এই কাজটি করে আমাকে পথে বসিয়ে দিলো আমি নিঃশেষ হয়ে গেছি আমি প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত দাবী করছি।এব্যাপারে বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম জানান মাঝরাতে বাবলুর গোয়ালে আগুন লেগে নয়টি গাভী পুড়েঁছে তার মধ্যে দুটি আশংকাজনক রয়েছে,বাবলু অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্থ হয়েছে।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন,আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি এবং আমরা সরেজমিন ক্ষতির পরিমান নির্ধারণ করেছি যাহা সরকারী নিয়ম অনুসারে বাবলু আর্থিক সহযোগীতা পাবেন।

//নিউজ/রাজারহাট//এনামুল হক সরকার/নভেম্বর/৪/২০