রাজারহাটে প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব জীবন

রাজারহাটে প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব জীবন

বিশেষ প্রতিনিধি:
রাজারহাট উপজেলার কৃতি সন্তান সারওয়ার-ই-আলম সরকার জীবন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র তিস্তা নদীর বুড়িরহাট ক্রসবাঁধটি সম্প্রতি কয়েক দফা বন্যায় ভেঙ্গে গেলে তার হস্তক্ষেপে ওই স্থানে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন কবলিত স্থান সমূহ মেরামতের কাজ দেখতে যান।

এদিকে ওইদিন রাতে রাজারহাট উপজেলা সদর বাজারের যানজট নিরসনকল্পে বাইপাস ফ্লাইওভার নির্মাণসহ বাজারের ময়লা-আর্বজনা ফেলার ডাস্টবিন স্থাপন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান উন্নয়নসহ বিভিন্ন সমস্যা নিরসনকল্পে যুবলীগ, ছাত্রলীগ ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে আকস্মিক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, উলিপুরের আওয়ামীলীগ নেতা সাজু তালুকদার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুর ইসলাম মমিন, রাজারহাট উপজেলা যুবলীগের আহ্বায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক হবিবর রহমান হবি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুস ছালাম, যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায়, প্রেসক্লাব রাজারহাট-এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: এনামুল হক, বনানী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজার রহমান বাবু, কমরেড শফিকুল ইসলাম প্রমূখ।