রাজারহাটে আত্নকর্ম সংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের উদ্বোধন

রাজারহাটে আত্নকর্ম সংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
রাজারহাটের হরিশ্বরতালুক দক্ষিণ গ্রামে গ্রন্থ কুটির পাঠাগারে সদস্যদের আত্নকর্ম সংস্থানের লক্ষ্যে বিভিন্ন মেয়াদে ৩টি ব্যাচে গরু মোটাতাজা করণ, হাঁস মুরগী পালন ও নার্সারী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে ।
উদ্বোধন করেছেন মোঃ হামিদুর রহমান, উপ-পরিচালক ( প্রশিক্ষণ ) , যুব উন্নয়ন অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকা। বক্তব্য রাখেন রাজারহাট যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দাস, গ্রন্থকুটির পাঠাগারের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোল্লা।

উপ-পরিচালক ( প্রশিক্ষণ ) হামিদুর রহমান বলেন- দেশের বেকার সমস্যা সমাধানে যুব সম্প্রদায়কে আত্নকর্মমুখী কর্মে প্রশিক্ষিত হয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে আত্ননির্ভরশীল হতে হবে।

প্রশিক্ষণ গ্রহণের এই উদ্যোগ গ্রহণ করায় আমি গ্রন্থকুটির কে আন্তরিক অভিনন্দন জানাই । গ্রন্থকুটির পাঠাগারের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোল্লা বলেন- বই পড়ার পাশা পাশি গ্রন্থকুটির এর যুবক সদস্যদেরকে ছোট ছোট প্রকল্প হাতে নিয়ে আত্ন নির্ভরশীল হতে হবে । সব শেষে গ্রন্থকুটির এর নিবার্হী পরিচালক আবু সাঈদ মোল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালকের হাতে একটি বই উপহার দেন ।