একই ঘরে গরুর সঙ্গে বসবাস বৃদ্ধা মহিলার বাড়ীতে ইউএনও নূরে তাসনিম

।। নিউজ ডেস্ক।।
রাজারহাটে একই ঘরে গরুর সঙ্গে বসবাস বৃদ্ধা মহিলার শিরোনামে রাজারহাট বিডি ডট কম সহ বিভিন্ন মিডিয়ায় ও স্যোসাল মিডিয়ায় খবরটি প্রচারিত হলে তা ইউএনও নূরে তাসনিমের নজরে আসে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ১৪ জানুয়ারী) উপজেলার চাকিরপশার ইউপির মালিপাড়া গ্রামের বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা শান্তি বালার বাড়িতে গিয়ে ইউএনও নূরে তাসনিম শান্তি বালার হাতে ছয় হাজার টাকা, ২ বান্ডিল ঢেউটিন, তেল, চাল, ডাল ও কম্বল তুলে দেন।
সরকারি যেকোন ধরনের সহযোগিতা করবেন বলে ইউএনও শান্তি বালাকে আশ্বস্ত করেছেন।