রাজারহাটে লিগ্যাল এইড কুড়িগ্রাম এর আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নুসরাত জাহান:
লিগ্যাল এইড কুড়িগ্রাম এবং কুমিল্লা এইডের যৌথ আয়োজনে রাজারহাটে স্কুল বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
৩০শে জানুয়ারি, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে অবস্থিত রতিগ্রাম বিএল হাই স্কুলে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতা রতিগ্রাম বি.এল হাইস্কুল বনাম সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

বিতর্কের জন্য নির্ধারিত বিষয় ছিল “সরকারি আইন সহায়তা গরীব মানুষের জন্য কল্যাণকর”। দুই দলের যুক্তির তীব্র লড়াই এবং বিচারকদের বিচারে পক্ষ দল হিসেবে অংশগ্রহণ করে সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হলেও শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন বিপক্ষ দলের দলনেতা, রতিগ্রাম বি.এল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র মনিরুল ইসলাম। ফলাফল ঘোষণা শেষে পুরস্কার স্বরূপ সকল অংশগ্রহণকারীদের হাতে ডিকশনারি এবং শ্রেষ্ঠ বিতার্কিকের হাতে বই তুলে দেওয়া হয়।
প্রতিযোগীতায় মডারেটরের দায়িত্ব পালন করেন রতিগ্রাম বি.এল হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ নুর ইসলাম। উক্ত আয়োজনে রতিগ্রাম বি.এল হাইস্কুলের প্রধান শিক্ষক রহমত আলী, স্থানীয় মেম্বার খোরশেদ আলম, দুই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় সুধী জনেরা উপস্থিত ছিলেন।