রাজারহাটে তিন শিক্ষার্থীর নতুন জাতের ‘গোল্ডেন ক্রাউন’ তরমুজ চাষ

রাজারহাটে তিন শিক্ষার্থীর নতুন জাতের ‘গোল্ডেন ক্রাউন’ তরমুজ চাষ

।।নিউজ ডেস্ক।।
রাজারহাটে নতুন জাতের ‘গোল্ডেন ক্রাউন’ তরমুজ চাষ করেছে তিন শিক্ষার্থী । জানা যায় এ উপজেলায় প্রথবারের মতো এ হলুদ রংয়ের তরমুজ চাষ করে চমক লাগিয়েছে তারা। প্রতিনিয়ত ওই তরমুজ ক্ষেতটি দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসছেন।
সরেজমিন দেখা যায়,উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের সন্মান বিষয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান,চাকিপশার ইউনিয়নের রতিরাম কমলওঝাঁ গ্রামের নুর আলম ও মাহাবুবুল হাসান তিন বন্ধু মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পার্শ্বে হরিশ্বর তালুক মৌজায় মাত্র ৪০ শতাংশ বর্গা জমিতে মাচায় নতুন জাতের গোল্ডেন ক্রাউন তরমুজ চাষ করেছে। প্রতিটি মাচা নেট দ্বারা আবৃত। পোকা-মাকড় আক্রমণ করতে না পারে সেজন্য মাচার মাঝখান দিয়ে ফেরোমেন ও ইয়েলো ট্যাপ বসানো হয়েছে। মাচার ভেতরে ঢুকতেই দেখা যায়,শত শত তরমুজ। তরমুজে মাচাগুলো ভরপুর।

প্রতিটি গাছে চার থেকে পাঁচটি করে ঝুলে আছে তরমুজ। একেকটি তরমুজ দুই থেকে আড়াই কেজি ওজনের হয়। খেতে সুস্বাদু এ তরমুজের বাইরের অংশ হলুদ রংয়ের হলেও ভেতরে টকটকে লাল। তাদের ওই তরমুজ ক্ষেতের মাচাভর্তি তরমুজ দেখতে প্রতিনিয়ত ভিড় করছে নানা বয়সের মানুষজন। তরমুজ চাষি তরুণ উদোক্তা নুর আলমের সঙ্গে কথা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় এক বছর ধরে কলেজ বন্ধ। তাই ঘরে বসে না থেকে লেখাপড়ার পাশাপাশি আমরা তিন বন্ধু মিলে তরমুজ চাষের প্রতি আগ্রহী হই। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ৪০ শতাংশ জমি বর্গা নিয়ে নতুন জাতের এ তরমুজ লাগিয়েছি। এ পর্যন্ত আমাদের খরচ হয়েছে প্রায় ৭০-৭৫ হাজার টাকা। প্রতি কেজি তরমুজ বাজারে বর্তমান দর ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।আর মাত্র দুই সপ্তাহ পর প্রথম ধাপের আসা এ তরমুজগুলো বাজারজাত করা হবে। এভাবে তৃতীয় ধাপ পর্যন্ত তরমুজ ক্ষেতে আসবে তিন ধাপে প্রায় দেড় হাজার তরমুজ উৎপন্ন হবে। এর বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা হবে, আশা করছি।
এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি অফিসার শম্পা আকতার বলেন, ওই তিন তরুণ ইন্টারনেটের মাধ্যমে নতুন জাতের তরমুজের সন্ধান পায় এবং অনলাইনের মাধ্যমে বীজ সংগ্রহ করে।

চাষাবাদ শুরু থেকে ওই তিন তরুণ উদ্যোক্তাকে প্রযুক্তিগত সব ধরনের পরামর্শ ও সহায়তা দিয়ে আসছি। তিন তরুণদের তরমুজ চাষ দেখে অন্য চাষিরাও আগ্রহ প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *