রাজারহাটে ৩৭,৭৩৩টি পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ১ কোটি ৭৩ লাখ ১১শ’ টাকা বরাদ্দ

রাজারহাটে ৩৭,৭৩৩টি পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ১ কোটি ৭৩ লাখ ১১শ’ টাকা বরাদ্দ

।।রফিকুল ইসলাম।।

রাজারহাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৩৭ হাজার ৭৩৩ টি দরিদ্র পরিবারের জন্য জিআর ও ভিজিএফ’র আওতায় ১ কোটি ৭৩ লাখ ১১শত টাকা বরাদ্দ এসেছে।

রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের জন্য জিআর-এর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ৬২৫টি করে মোট ৭ ইউনিয়নে ৪ হাজার ৩৭৫টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৪০০ টাকা করে মোট ১৭ লাখ ৫০ হাজার টাকা এবং ভিজিএফের আওতায় ৭টি ইউনিয়নে মোট ৩৩ হাজার ৩৫৮টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৪৫০ টাকা করে মোট ১ কোটি ৫০ লাখ ১১ হাজার ১শত টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে জিআর-এর টাকা বিতরণ সম্পন্ন হয়েছে।

৮ মে শনিবার থেকে ভিজিএফ-এর বরাদ্দকৃত টাকা ৭ ইউনিয়নে বিতরণ শুরু হবে।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের নিকট জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে নির্দিষ্ট করে একজন ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

পাশাপাশি জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট-এর টিম মনিটরিং করবেন। আশা করি সুবিধাভোগীরা ঈদের পূর্বে প্রধানমন্ত্রীর দেয়া জিআর ও ভিজিএফ’র নগদ অর্থ হাতে পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *