রাজারহাটে কৃষক মাঠ দিবস পালিত

রাজারহাটে কৃষক মাঠ দিবস পালিত

রাজারহাট প্রতিনিধিঃ

রাজারহাটে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা জাতীয় ফসল উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের বারি আদা-১ এর কৃষক মাঠ দিবস পালিত হয়।

৬ জুন রবিবার সকাল ১১ টায় মেকুরটারী ব্লকের এসএমই দুধখাওয়ায় আলহাজ্ব মোঃ ফজলুল হক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মঞ্জুরুল হক, উপ-পরিচালক, খামারবাড়ী কুড়িগ্রাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শামসুদ্দিন মিঞা, উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রানী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, মতিলাল রায় ঈশোর, প্রদীপ কুমার রায়, এসএমই কৃষক মোহাম্মদ আলী মন্ডল (এটম), অনিল চন্দ্র রায় প্রমূখ।

উপজেলা কৃষি অফিসার সম্পা আক্তার জানান আলহাজ্ব মোঃ ফজলুল হক মন্ডল সাহেব ৬৫ শতাংশ জমিতে বারি আদা-১ চাষ করেছেন। পরবর্তীতে আপনারা তার কাছ থেকে বীজ আদা সংগ্রহ করে ব্যাপকভাবে বা বস্তায় স্বল্প পরিসরে কিংবা বসতবাড়ীর আশেপাশে লাগালে নিজের পরিবারের চাহিদা মেটানো সম্ভব হবে। এছাড়াও গোল মরিচ, চই, লেবু চাষেরও কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *